---Advertisement---

মেমারিতে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, আহত আরও ১জন, পথ অবরোধ স্থানীয়দের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২-৩০ নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুরে ধামাস মোড়ের কাছে একটি ডিসিএম লরির ও বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্ত্যব্যরত চিকিৎসক একজন বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত বাইক আরোহীয় নাম শুভময় মন্ডল। বাড়ি বানেশ্বরপুর। অন্য আর এক বাইক আরোহী দিলীপ ক্ষেত্রপালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইক আরোহী দুজন দেবীপুর থেকে ইছেবাছার দিকে যাচ্ছিলো। অপরদিক থেকে আসা ডিসিএম লরিটি ধামাস মোড়ের বাঁকের মুখে বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক লরিটিকে কালশি মোড়ের কাছে আটক করা হয়েছে। ঘটনার পরই বিকালে ৪টে নাগাদ উত্তেজিত জনতা দেবীপুরে ধামাস মোড়ে পথ অবরোধ করেছে। তাঁদের দাবী, এই মোড়ে প্রায় দুর্ঘটনা ঘটছ তাই এখানে স্পিড ব্রেকার ও ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে।

See also  বন দপ্তরের অনুমতি ছাড়াই বর্ধমান শহরের স্কুলে গাছ কাটার অভিযোগ, কড়া পদক্ষেপ বন দপ্তরের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---