---Advertisement---

জামালপুরে দেহ উদ্ধার, মেমারিতে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত মোহনপুর সার্ভিস রোড সংলগ্ন ভীমের গেটের কাছে একটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে আলোড়ন ছড়ালো বুধবার। রাস্তার পাশে পড়ে থাকলেও ওই ব্যক্তির কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে মেমারি ও জামালপুর থানার পুলিশ পৌঁছায়। জামালপুর থানার পুলিশ ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দেহটিকে ময়না তদন্তের জন্য বর্ধমান পাঠানো হয়েছে। তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত করছে জামালপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অন্যদিকে মেমারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম মোহাম্মদ সেলিমউদ্দিন। বয়স আনুমানিক ৩১ বছর। বাড়ি মেমারি পৌরসভার ১৬ নং ওয়ার্ডের ইছাপুর দক্ষিণপাড়া। স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার বিকাল ৪ টে নাগাদ শংকরপুর পেট্রোল পাম্পের সামনে স্থানীয় মানুষজন গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল নিয়ে পড়ে থাকতে দেখে এক যুবককে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন তারাই। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। মৃতেরপরিবার সূত্রে জানাগেছে,  কয়েকদিন আগে ওই যুবকের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। আজ কন্যা সন্তানটির নামকরণ অনুষ্ঠান ছিল। মেমারির বাড়ি থেকে সে তার শ্বশুরবাড়ি মুন্সীডাঙ্গা যাচ্ছিল বলে জানা গেছে। আর তারপরেই শংকরপুর পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা। স্থানীয় সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও সূত্র মারফত জানা গেছে, ওই যুবক দ্রুতগতিতে বাইক নিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি বাইকের কোন অংশে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

See also  ২৪জানুয়ারি বর্ধমানের গোদার মাঠে আসছেন মুখ্যমন্ত্রী, তৎপরতা প্রশাসনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---