ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: বস্তাভর্তি বোমা উদ্ধার কে কেন্দ্র করে তীব্র আলোড়ন ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নুদিপুর এলাকায়। শনিবার দুপুরে এলাকার কিছু মানুষ মাঠের মধ্যে একটি পরিত্যক্ত চায়ের দোকানের পিছনে একটি সাদা রঙের বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পুলিশ কে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বস্তাটির ভিতর বেশ কয়েকটি বড় মাপের বোমা জাতীয় গোল বস্তু রয়েছে বলে লক্ষ্য করে।

এরপরই এলাকাটি ঘিরে দেওয়া হয়। পাশাপশি বোম্ব ডিসপোজাল স্কোয়াড কে খবর দেওয়া হয়। মোতায়েন করা হয় পুলিশ। তবে বস্তুটির ভিতর কতগুলো বোমা জাতীয় বস্তু রয়েছে সেটা এখনো নিশ্চিত করে পুলিশ জানায়নি। যদিও কে বা কারা, কোন উদ্দেশ্যে এই বস্তা পরিত্যক্ত চায়ের দোকানের পিছনে রেখে গেছে সেব্যাপারে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় বোমা উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।









