---Advertisement---

গলসির শিল্যায় দামোদরের পাড়ে বোমাতঙ্ক, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: গলসি থানার শীল্লা পার্কের পূর্ব দিকে দামোদরের ধারে বালিঘাটের গাড়ি পার্কিং সংলগ্ন একটি অশ্বত্থ গাছের পাশে আচমকাই একটি বস্তায় একাধিক বোমা জাতীয় বস্তু উদ্ধার কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার ভোরে বালি নিতে আসা কিছু ট্রাকের লোকজন প্রথমে এই বস্তাটি কে দেখতে পায় ওই এলাকায়। তাদের সন্দেহ হওয়ায় আশপাশের লোকজনকে ডাকা হয়। পরে পুলিশ কে খবর দেওয়া হলে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে সরিয়ে দিয়ে ওই বস্তাটির উপর একটি কালো ত্রিপল ঢাকা দিয়ে দেয়।

বিজ্ঞাপন

বস্তাটির কাছাকাছি যাতে কেউ পৌঁছতে না পারে তার জন্য সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বস্তাটির ভিতরে রাখা নীলচে রঙের একাধিক বস্তু গুলো আদপে কি, তার পরীক্ষার জন্য ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে।যদিও এলাকাবাসীদের অনেকেই এই বস্তু গুলোকে বোমা বলেই মনে করছেন। বস্তু গুলোর রং দেখে অনেকেরই কৌতূহল তৈরি হয়েছে। তবে ঠিক কতগুলো সন্দেহজনক বস্তু রয়েছে বস্তাটির ভিতর সেটা এখনো জানা যায়নি।

পাশাপাশি কিভাবে, কারা, কেনো এই এলাকায় এক বস্তা বোমা জাতীয় এই বস্তু গুলোকে ফেলে রেখে গেলো, তা নিয়েও জোর আলোড়ন ছড়িয়েছে। বর্ষার সময় এখন সমস্ত বালি ঘাট বন্ধ এলাকায়। তবে এলাকায় বিনোদন পার্ক থাকায় অনেকেই এখানে আসা যাওয়া করে। কে, কখন, কি সঙ্গে নিয়ে যাচ্ছে আসছে কেউই জানতে পারে না। তবে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে গলসি থানা এলাকায় ফের বোমাতঙ্কের খবরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। 

See also  নির্বাচনী সচেতনতা প্রচারে ছাত্রীদের নিয়ে আলপনা প্রতিযোগিতা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---