---Advertisement---

আজ শুরু বর্ধমান বইমেলা, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শাঁখারিপুকুর উৎসব ময়দানে আজ থেকে শুরু হতে চলেছে বর্ধমান অভিযান গোষ্ঠী আয়োজিত ৪৮ তম বর্ধমান বইমেলা। এবছর মূল মঞ্চের নামকরণ করা হয়েছে শরৎচন্দ্র মঞ্চ। মেলা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এ বছর বইমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক, প্রকাশক তথা কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় প্রায় শতাধিক বইয়ের স্টল থাকছে। এবছর অঙ্কন শিল্পীরা একটি স্টল রেখেছে। মেলা কমিটির পক্ষ থেকে শিল্পীদের সম্বর্ধনা জানানো হবে বলে জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা সমাহর্তী আয়েষারানি এ, বিধায়ক খোকন দাস, সহসভাধিপতি গার্গী নাহা, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি অধিকারিক রামশঙ্কর মন্ডল, কবি ও বাচিক শিল্পী তন্ময় চক্রবর্তী।

মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দিন জেলার সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে দেবপ্রসন্ন পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বর্ধমান অভিযান গোষ্ঠী ও বর্ধমান বইমেলা কমিটির সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য্য। ৩০ নভেম্বর ২০২৫ বিকাল ৫টায় ডাঃ কৃষ্ণানন্দ মজুমদার স্মৃতি অভিযান সাহিত্য সম্মান প্রদান করা হবে।

২ ডিসেম্বর কৃষ্ণগোপাল কুণ্ডু স্মৃতি কবি সম্মান প্রদান করা হবে। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সমীরণ চৌধুরী স্মৃতি গুণীজন সম্বর্ধনা। এই দিনই বইমেলায় অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে। এই অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা তথ্য ও সংস্কৃতি অধিকারিক রামশঙ্কর মন্ডল, স্থানীয় পৌর কাউন্সিলার সনৎ বক্সী ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

See also  গাছের ডালে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার মেমারিতে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---