---Advertisement---

ঘুমন্ত অবস্থায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো মাটির বাড়ি, মৃত দম্পতি

Souris Dey

Published

কুনাল চট্টোপাধ্যায়, জামালপুর: সাতসকালে মাটির বাড়ি চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল দম্পতির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত নসিবপুর গ্রামে। এলাকাবাসীরা জানাচ্ছেন, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ এই মাটির বাড়িটি ভেঙে পড়ে। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে, ফলে জলমগ্ন হয়ে পড়েছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক এলাকা। ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় কারণে মাটির বাড়িও ভেঙে পড়ছে।

বিজ্ঞাপন

প্রতিবেশীরা জানিয়েছেন, ইউনুস মল্লিক ও রিজিয়া বেগম গতকাল রাতে যখন ঘুমন্ত অবস্থায় ঘরে শুয়ে ছিলেন তখনই তাদের ওপর বাড়িটি ভেঙে পড়ে। বিকট আওয়াজ শুনে পাশের প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়, তারা ছুটে এসে দেখতে পায় মাটির বাড়িটি ভেঙে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে গ্রামের মসজিদের মাইকের মাধ্যমে মাইকিং করা হয় মাটির বাড়ি ভেঙে পড়েছে, সকলকে এগিয়ে আসতে হবে উদ্ধার করতে । সাথে সাথে এলাকাবাসীরা ছুটে আসেন।

প্রতিবেশীরা আপ্রাণ চেষ্টা করেও বিফল হলে পাসের এক প্রতিবেশী জেসিবি মেশিন নিয়ে ঘটনাস্থলে আসেন। উদ্ধার কাজের জন্য খবর দেয়া হয় প্রশাসনকে। জামালপুর থানার পুলিশ এলাকায় পৌঁছায় এবং জেসিবি মেশিন দিয়ে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করে। ভোর প্রায় পাঁচটা নাগাদ ভেঙে পড়া বাড়ির নিচ থেকে উদ্ধার করা হয় দম্পতিকে। দ্রুত তাদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়না তদন্তের জন্য দেহ দুটি বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। এরপর প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে  উপস্থিত হয়। জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, বিডিও রাহুল বিশ্বাস, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্য নেতৃত্বরা এলাকায় ঘুরে দেখেন। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে অবিরাম বৃষ্টির ফলে যে সমস্ত মাটির বাড়ি গুলির অবস্থা খারাপ হয়ে আছে সেগুলির দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই আকস্মিক মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে।

See also  ঈদ উপলক্ষে গলসি থানার উদ্যোগে সমন্বয় সভা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---