---Advertisement---

কলকাতা বইমেলা ২০২৬ – দেবরাজ সাহার “সর্বমঙ্গলা”-র প্রচ্ছদ উন্মোচন, আয়ের ৮০ শতাংশ সমাজসেবায় দান করার অঙ্গীকার লেখকের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, কলকাতা: আসন্ন কলকাতা বইমেলাকে সামনে রেখে নবদিগন্ত পাবলিকেশনের উদ্যোগে উন্মোচিত হল তরুণ লেখক ও সমাজকর্মী দেবরাজ সাহার নতুন গল্প সর্বমঙ্গলা–র প্রচ্ছদ। সদ্য ‘ইউথ আইকন অ্যাওয়ার্ড’-এ সম্মানিত এই তরুণ লেখকের বই প্রকাশকে ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল সেই অর্থে এক অনন্য মুহূর্ত। কারণ, ভার্চুয়াল মাধ্যমে বইটির প্রচ্ছদ উন্মোচন করেন বাংলার লোকসংস্কৃতির কিংবদন্তি নাম পদ্মশ্রী রতন কাহার মহাশয়, যা অনুষ্ঠানটিকে এক বিশেষ মর্যাদায় পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি জগতের একাধিক সম্মানীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সিকম স্কিলস ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য  লক্ষ্মীনারায়ণ মণ্ডল, সিউড়ি বিদ্যাসাগর কলেজের বর্তমান অধ্যক্ষ তপন কুমার পরিচ্ছা,
বাংলা সাহিত্যের ইতিহাস, গবেষণা ও মূল্যবান গ্রন্থরচনার জন্য সুপরিচিত সাহিত্যিক সপ্রতিভ ব্যানার্জি, পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ডঃ শান্তনু আচার্য প্রমুখ। এই বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুধু একটি প্রচ্ছদ উন্মোচনই নয় বরং হয়ে ওঠে সাহিত্যচর্চা, মূল্যবোধ এবং তরুণ নেতৃত্বের এক সম্মিলিত মঞ্চ।

সর্বমঙ্গলা–র লেখক দেবরাজ সাহা জানান, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বই বিক্রির ৮০ শতাংশ তিনি দান করবেন সমাজসেবায়। সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি বহুদিন ধরেই যুক্ত। তাঁর কথায়— “এই বই সর্বমঙ্গলা, এক অভাগীর বেদনা, সংগ্রাম আর স্বপ্নের কথা বলে। তাই এই বই থেকে পাওয়া অধিকাংশ অর্থও আমি মানুষের জন্যই ব্যয় করতে চাই। সাহিত্য যদি মানবতার সেবায় নিয়োজিত না হয়, তবে তার কোনো অর্থই থাকে না।”

তাঁর এই ঘোষণায় বিশিষ্ট ব্যাক্তিবর্গ সহ তাঁর পাঠকেরাও গভীরভাবে অনুপ্রাণিত হন। একজন লেখকের কলম যখন সৃজনশীলতার সঙ্গে, সামাজিক দায়বদ্ধতাকেও ধারণ করে, তখন তা তরুণ প্রজন্মের সামনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে—দেবরাজ সাহা সেই ধারারই উজ্জ্বল প্রতিনিধি। সম্প্রতি ‘ইউথ আইকন’ সম্মান অর্জনের পর সর্বমঙ্গলা–র মাধ্যমে তাঁর এই মানবিক ও সাহিত্যিক অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে। ফলে প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানটি কেবল এক সাহিত্যিক ঘোষণাই নয়; এটি হয়ে উঠেছে মূল্যবোধ নির্ভর জীবনদৃষ্টির, সাংস্কৃতিক উন্নয়নের এবং তরুণ নেতৃত্বের এক প্রতীকী উদ্‌যাপন। প্রকাশনীর কর্ণধার আকাশ চক্রবর্তী জানিয়েছেন —”কলকাতা বইমেলা ২০২৬ ‘সর্বমঙ্গলা’ পাঠকমহলে বিশেষ সাড়া ফেলবে এবং সমাজসেবামুখী এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নব উদ্দীপনায় উদ্বুদ্ধ করবে।”

See also  বর্ধমান সিউড়ি রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---