---Advertisement---

বর্ধমান রেঞ্জের ডিআইজির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, রাজস্থান থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান রেঞ্জের ডিআইজির নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি ও বিভিন্নভাবে প্রতারণার অভিযোগে পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম থানার পুলিশ রাজস্থান থেকে মূল অভিযুক্ত কে গ্রেপ্তার করলো। ভুয়ো প্রোফাইল ব্যবহার করে সরকারি দফতরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় একটি মামলা রুজু হয়েছিল।

বিজ্ঞাপন

অভিযোগের তদন্তে নেমে পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম থানা অভিযুক্তের ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখে এবং গুরুত্বপূর্ণ সূত্র উদ্ঘাটন হয়। আত্মগোপনের উদ্দেশ্যে অভিযুক্ত অন্য ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করছিল বলে পুলিশ তদন্তে জানতে পারে। এরপর প্রযুক্তিগত বিশ্লেষণ ও তথ্যসূত্রের ভিত্তিতে প্রকৃত অভিযুক্তকে শনাক্ত করে তদন্তকারী অফিসারেরা।

এরপরই পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি বিশেষ দল রাজস্থানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুদূর রাজ্য রাজস্থান থেকে মূল অভিযুক্তকে তার ব্যবহৃত ইলেকট্রনিক গ্যাজেট সহ গ্রেফতার করে। শনিবার অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এই চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  দাবার বিশেষ বিভাগে ভারত সেরা মেমারীর বৃষ্টি মুখার্জি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের অপেক্ষায় পরিবার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---