---Advertisement---

শুরু হলো অরণ্য সপ্তাহ, বনদপ্তর থেকে বিতরণ করা হচ্ছে বৃক্ষ চারা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়েও আজ পালিত হচ্ছে বন মহোৎসব। আগামী এক সপ্তাহ জেলার প্রতিটি ব্লকে এই অরন্য সপ্তাহ কর্মসূচি পালিত হবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মেমারি ব্লক অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জেলার মূল অনুষ্ঠান। “সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও” – এই বার্তা দিয়েই এইবছর গোটা রাজ্য জুড়ে বন মহোৎসবের প্রচার চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

১৪ জুলাই অর্থাৎ আজ সকালে বর্ধমান বিভাগীয় বন দপ্তরের পক্ষ থেকে একটি সুসজ্জিত ট্যাবলো বের করা হয়। বিভাগীয় বনাধিকরিক সঞ্চিতা শর্মা বলেন, ‘ জেলার প্রতিটি ব্লকে এই ট্যাবলো আগামী এক সপ্তাহ ধরে ঘুরবে। একইসাথে বৃক্ষ চারাও বিতরণ করা হবে ভ্রাম্যমান এই গাড়ি থেকে। এরই পাশাপাশি রমনা বাগান জুওলজিক্যাল পার্ক থেকেও আগামী সাতদিন সাধারণ প্রকৃতি প্রেমীদের জন্য মাথা পিছু পাঁচ টি করে বৃক্ষ চারা বিনামূল্যে দেওয়া হচ্ছে। অবশ্যই প্রত্যেককে সঙ্গে থলি নিয়ে আসতে হবে, তবেই এই গাছের চারা দেওয়া হবে। সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এই চারা দেওয়া হবে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা চালতা, ডাব, আমলকী সহ মেহগনি, শিরীষ, জল শিরীষ, সোনাঝুড়ি প্রভৃতি নানান প্রজাতির গাছ বিতরণ করা হবে। ‘

প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংকট মোকাবিলায় রাজ্য সরকার সবুজায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। সুন্দরবনের উপকূলীয় জেলায় ইতিমধ্যে ২০কোটি ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়েছে। জাপানের সহযোগিতায় ৬৫০ কোটি টাকার প্রকল্পে বন ও জীব বৈচিত্র রক্ষার কাজ শুরু করা হয়েছে। সুন্দরবনের মধু জিআই ট্যাগ পাওয়ায় বন সম্পদ সংরক্ষণে সচেতনতা বেড়েছে।

See also  মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জেলার ভূমি আধিকারিকদের অভিযানে নামার নির্দেশ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---