---Advertisement---

হাসপাতালে অস্ত্রোপচারের জন্য জরুরি সরঞ্জামের অভাব, অজ্ঞান করেও স্থগিত করা হলো ১১ জনের অপারেশন, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক: মেমারি: সরকারী হাসপাতেল বেহাল অবস্থা। একই দিনে লাইগেশন অপারেশন করাতে এসে বিপাকে ১৩ জন মহিলা। হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো নেই বলে অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়স্বজনেরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গেছে, সোমবার সকালে ১৩ জন মহিলার লাইগেশন অপারেশনের ডেট ছিল। সেই মত কেউ শনিবার রাতে আবার কেউ রবিবার সকালে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

বিজ্ঞাপন

কিন্ত সোমবার সকালে অপারেশন থিয়েটারে ঘটলো বিপত্তি। ১৩ জন মহিলার মধ্যে ২ জনের অপারেশন হওয়ার পর কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং বাকীদের অপারেশন স্থগিত রাখা হয় হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে। ১১ জন রোগীর মধ্যে কয়েকজন রোগীকে অপারেশনের জন্য অজ্ঞানও করা হয়ে গিয়েছিল। আর তাঁর মধ্যেই অপারেশন আজ আর করা হবে না এটা জানতে পেরে বাকী রোগী ও আত্মীয়স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে। ওই মহিলারা জানান, তাদের অপারেশনের জন্য প্রস্তুত করা হলেও তাদের পরে জানানো হয় যে অপারেশন হবে না। এর পরেই শুরু হয় রোগীর আত্মীয়স্বজন ও হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে বচসা। ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলারা।

সোমবার দুপুরে এই ঘটনার পর বিএমওএইচ ডাঃ নাজমি আলম জানিয়েছেন, “এদিন ১৩ জন মহিলার লাইগেশনের জন্য দিন ঠিক করা হয়েছিল। দুজন পেশেন্টের অপারেশনের সময় কিছু শারীরিক জটিলতা তৈরি হওয়ায় হাসপাতালে মজুদ প্রয়োজনীয় সরঞ্জাম তাদের জন্য ব্যবহার করে দেওয়া হয়। আর আমাদের কাছে আপৎকালীন সেইসময় মেডিকেল সরঞ্জাম মজুদ ছিল না। ফলে নতুন করে কোনো পেশেন্টের অপারেশনের সময় যাতে জটিলতা তৈরি না হয়, তাই এদিন বাকিদের অপারেশন স্থগিত করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার দিন ঠিক করে পেসেন্টদের জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।”

See also  ভাতারের ওড়গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত পাঁচজন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---