---Advertisement---

গলসিতে বেআইনি বালির মজুদ বাজেয়াপ্ত করলো ভূমি রাজস্ব দপ্তর, মামলা করে তদন্ত শুরু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: পুলিশ ও প্রশাসনের চোখে ধুলো দিয়ে দামোদর নদ থেকে বালি চুরি করে এনে বিভিন্ন জায়গায় মজুদ করার পর সেই বালি বিক্রি করে দিচ্ছিল বালি মাফিয়ারা। দিনের পর দিন সরকারি রাজস্ব লুট চালিয়ে গেলেও প্রশাসনের নাগালে আসছিল না এই কারবারের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা। সোমবার রাতে পূর্ব বর্ধমানের গলসি ২ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের নেতৃত্বে গোহগ্রামের নতুন বাইপাস সংলগ্ন তালতলা এলাকায় অভিযান চালিয়ে বেআইনি ভাবে মজুদ করে রাখা বিশাল বালির স্টক কে সিজ করে গলসি থানায় এফআইআর দায়ের করা হলো।

বিজ্ঞাপন

ব্লক ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে জানা গেছে, কে বা কারা এই বালি বেআইনি ভাবে নদী থেকে তুলে মজুদ করেছিলো তাদের খোঁজ শুরু করা হয়েছে। পাশাপাশি ওই এলাকা থেকে সমস্ত বালি তুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভূমি দপ্তর। প্রসঙ্গত দিনের পর দিন গোহগ্রাম পঞ্চায়েতের দামোদর নদ লাগোয়া বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালি চুরি করে নতুন বাইপাস সংলগ্ন এলাকায় বালি মজুদ করে পাচার করছিলো স্থানীয় কিছু বালি মাফিয়া বলে অভিযোগ। রীতিমত লোকেশন পার্টি (নজরদারি টিম) তৈরি করে পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তরের চোখে ধুলো দিয়ে এই কারবার চালিয়ে যাচ্ছিল এই বালি মাফিয়ারা।

বালি চুরির খবর পেয়ে পুলিশ অভিযানে গেলেও বেশিরভাগ সময়ই এই বেআইনি বালির কারবারিদের নাগাল পাচ্ছিল না। পরিবর্তে কিছু বালি বোঝাই লড়ি ও ট্রাক্টর আটক করে নিয়ে আসছিল। এবার সরাসরি ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাই মজুদ বালি বাজেয়াপ্ত হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছে স্থানীয় এলাকার মানুষ বলে অনেকে জানিয়েছেন। সূত্রের খবর, উত্তম মন্ডল নামে স্থানীয় এক বালি মাফিয়ার নেতৃত্বেই এই অবৈধ বালির কারবার চলছিল। এলাকার বেশিরভাগ মানুষও এই নিয়ে ক্ষোভে ফুসছিলেন। স্থানীয়দের অনেকের অভিযোগ, উত্তম মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে রীতিমত হুমকির মুখে পড়তে হতো তাদের। এমনকি ট্রাক্টর দিয়ে পিষে ফেলারও হুমকি দেওয়া হতো মাফিয়াদের পক্ষ থেকে বলে স্থানীয়দের অনেকের অভিযোগ।

See also  মাধ্যমিক পরীক্ষার আগের দিন নিখোঁজ হয়ে গিয়েছিল, ছাত্রকে খুঁজে পরীক্ষায় বসিয়ে দিলো পুলিশ

সোমবার ব্লক ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে গহগ্রামের যে নতুন বাইপাস সংলগ্ন এলাকা থেকে মজুদ বেআইনি বালি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই রাস্তাটিও এলাকায় উত্তম মন্ডলের বলে পরিচিত। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, বেআইনি ভাবে নদী থেকে বালি তুলে এনে সেই বালি দিনের পর দিন বিক্রি করার বিরুদ্ধে এবার তদন্ত শুরু করা হচ্ছে। খোঁজ নেওয়া হচ্ছে এই চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে। পাশাপাশি এই এলাকায় প্রশাসনিক নজরদারিও বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---