---Advertisement---

নিরঞ্জনের পথে বারবার অলৌকিক বাধা! প্রতিমা বিসর্জন না দিয়ে ফের মন্দিরে প্রতিষ্ঠা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, জামালপুর: প্রতিমা নিরঞ্জনের আগে হঠাৎই বন্ধ হয়ে গেলো জেনারেটর। পরপর ছিঁড়ে গেলো টুনি লাইট দিয়ে সাজানো বিদ্যুতের তার। বারবার থমকে গেলো নিরঞ্জনের শোভাযাত্রা, এমনকি প্রতিমার মাথা থেকে পড়ে গেল মুকুট। অবশেষে কোনো রকমে প্রতিমা কে নিয়ে পরিবারের সদস্যরা নদীর ঘাটে পৌঁছানোর পর ঘটে গেলো এক অলৌকিক ঘটনা। প্রতিমার মাথা থেকে একটি বেলপাতা ঝরে পড়ে পরিবারের এক শিশু কন্যার মাথায়। তখনই ওই শিশু কন্যা বলতে শুরু করে, ‘তোরা আমার বিসর্জন দিস না। আমায় বাড়ি ফিরিয়ে নিয়ে চ।’

বিজ্ঞাপন

আর এই ঘটনায় পরিবারের সকলেই স্তম্ভিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে পুরোহিত কে ডেকে পাঠানো হয়। তিনিই সব শুনে বিধান দেন, প্রতিমাকে বিসর্জন না দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপরই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন আর বিসর্জন দেবেন না। এরপর দেবী মাকে বাড়ি ফিরিয়ে এনে পুনরায় বরণ করে ধুমধাম সহকারে আবার প্রতিষ্ঠা করা হয় বাড়ির মন্দিরে।

এমনই অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের জামালপুরের হাওয়াখানা এলাকার ভান্ডারী পরিবার ও এলাকাবাসীরা। প্রায় ২০০ বছরের প্রাচীন কালীপুজো, বাড়িতে রয়েছে মন্দির। সেখানেই দেবীর পুজো হয় অমাবশ্যা তিথিতে। নিয়ম মেনেই এবং ঐতিহ্য পরম্পরা বজায় রেখে পূজো হয়ে আসছে এখানে। প্রতি বছর ভাইফোঁটার পরের দিন দেবীর বিসর্জন হয়। কিন্তু এবারে বিসর্জন দিতে গিয়ে বারবার বাধা পড়ে বলে পরিবারের পক্ষ থেকে অনেকেই জানিয়েছেন। তাই শেষ পর্যন্ত বিসর্জন না দিয়ে দেবীকে কে ফিরিয়ে আনা হলো আবার মন্দিরে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিসর্জন দিতে যাওয়ার সময় কখনো জেনারেটের খারাপ হয়ে যাচ্ছিল। শুধু তাই নয় বেশ কয়েকবার ইলেক্ট্রিক তার ছিড়ে গিয়েছিল। ফলে অন্ধকার হয়ে যাচ্ছিল। কোন সময় গাড়ি আটকে যাচ্ছিল। এইসব বাধা পেরিয়ে অবশেষে বিসর্জন দেওয়ার জন্য নদীতে পৌঁছালে, সেখানে ঘটে যায় এক মহা অলৌকিক কান্ড। এই পরিবারেরই ছোট মেয়ের মাথায় হঠাৎই দেবীর কাছ থেকে একটি বেলপাতা এসে পড়ে। তখনই ওই শিশু কন্যা বলতে শুরু করে ‘আমাকে বাড়ি নিয়ে যা। বিসর্জন দিবি না।’ পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামীদিনে কোন পাথরের মূর্তি তৈরি করে সারা বছর ধরে দেবীর পুজো হবে এখানে। বিসর্জন আর হবে না।

See also  পূর্ব বর্ধমানে করোনা আক্রান্তদের সন্ধানে বাড়ি বাড়ি নজরদারীর নির্দেশ জেলা প্রশাসনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---