ফোকাস বেঙ্গল ডেস্ক, জামালপুর: পুকুর থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ইটলা গ্রামে। রবিবার সকালে গ্রামবাসীদের অনেকেই দেখতে পান পুকুরে এক ব্যক্তির দেহে পড়ে রয়েছে। পুকুর পাড়ে একটি মোটর সাইকেল রাখা রয়েছে। জামালপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃত ব্যক্তিকে জল থেকে তুলে আনা হয়। এরপরই জানা যায় মৃত ব্যক্তির নাম শুভেন্দু মালিক (হাবল)। তার বাড়ি পারাতল দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামে। ওই পঞ্চায়েতেরই পারুল গ্রামের ১১৪ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন শুভেন্দু।

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ব্লক সভাপতি মেহেমুদ খান। তিনি পুলিশ ও প্রশাসন কে এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের জন্য আবেদন জানিয়েছেন। জানা গেছে, গতকাল দুপুর তিনটের পর থেকে শুভেন্দু বাবুর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিচিতরাও বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন সুইচ অফ জানায়। এরপর রবিবার সকালে ইটলা গ্রামের একটি পুকুরে শুভেন্দু বাবুর দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। পুকুর পাড় থেকেই পুলিশ শুভেন্দু মালিকের মোটর সাইকেল উদ্ধার করেছে। দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








