ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: বিহারের বিধানসভা ভোটের আগেই ভাগলপুর থেকে কলকাতাগামী যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ১৯নং জাতীয় সড়কের পালসিট টোল প্লাজায় পুলিশ বিহার থেকে কলকাতামুখী একটি বেসরকারি বাসে হানা দেয়।

তল্লাশিতে বাসের ভিতর দুটি ব্যাগ থেকে মোট ৭২ লক্ষ টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া টাকার বৈধ কোনও নথি দেখাতে না পারায় পুলিশ বাসের দুই চালক, খালাসি এবং এক যাত্রীকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস নামে দুই ব্যক্তি বাসের চালক, কৃষ্ণ দাস খালাসি এবং শম্ভুনাথ বার্মা নামে এক যাত্রী রয়েছে। এদের বাড়ি বিহারের ভাগলপুর ও বাঁকা জেলায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় আদালতে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানতে পারা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পরই পুলিশ এই তল্লাশি অভিযান চালায়। এদিকে এই বিশাল অঙ্কের টাকা কোথা থেকে এলো, কার কাছেই বা পৌঁছনোর উদ্দেশ্যে আনা হচ্ছিল, তা নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। টাকা গোনার জন্য রাতেই টাকা গোনার মেশিনও আনা হয় থানায়। স্বাভাবিকভাবেই বিহারের বিধানসভা ভোটের আগে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে। টাকার উৎস ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।









