---Advertisement---

ট্রেনের ইঞ্জিনে আটকে গেলো রেল কর্মীর হাত! ঘণ্টা খানেকের চেষ্টায় উদ্ধার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারী: ট্রেনের ইঞ্জিনের ভিতরে রেল কর্মীর হাত আটকে ঘটলো বিপত্তি। আর তাকে উদ্ধার করতেই লেগে গেলো প্রায় ঘণ্টা খানেক। তার জেরেই দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল সাত সকালের লোকাল ট্রেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বর্ধমান-হাওড়া মেন লাইন শাখার মেমারী স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। সময় তখন সকাল ৭টা ৩৫ মিনিট, বর্ধমান হাওড়া ডাউন ৩৭৮২৪ নং লোকালের ঘটনা। যদিও রেল সূত্রে জানা গেছে, ইঞ্জিনের এয়ার প্রেসারের যান্ত্রিক ত্রুটির জন্যই ট্রেনটি আটকে ছিলো।

বিজ্ঞাপন

জানা গেছে, ট্রেনের ইঞ্জিনের রুমে একজন মেকানিকাল কর্মী ছিলেন, সেখানে ইঞ্জিনের ভিতরে কোনও কিছু পড়ে যাওয়ায় সেটাকে তুলতে গিয়েই ঘটে বিপত্তি। কোনোভাবে আটকে যায় ওই রেল কর্মীর হাত, চেষ্টা করেও নিজের হাত বের করতে পারেননি ওই কর্মী। প্রায় এক ঘণ্টা আটকে থাকে তার হাত। ঘটনার জেরে প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকে ট্রেনটি।

এরই মাঝে ট্রেনের যাত্রীদের অন্য লোকাল ট্রেনে পাঠানোর ব্যবস্থা করে রেল। ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন রেলের কর্মীরা। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর ওই রেল কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মেমারী স্টেশন চত্বরে। প্রায় দু’ঘন্টা পরে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়।

See also  শুরু হয়ে গেল বর্ধমান পুরসভা নির্বাচনের প্রস্তুতি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---