ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: মাত্র ২বছর ২ মাস বয়সেই বিরল প্রতিভার জন্য ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড – এ নাম তুলে নজির তৈরি করলো পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের কৈশোর গ্রামের এক খুদে শেখ আনাশ। এই বয়সে ছবি দেখেই সে নাম বলে দিচ্ছে জন্তু-জানোয়ার, পশুপাখি, ফুল, ফল ও শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের।

শিশুটির বাবা শেখ মহম্মদ কলিমুদ্দিন জানান, ‘আনাশ সমস্ত ফুল, ফল, জীবজন্তুর ছবি দেখে চিহ্নিত করে ফেলে এবং ইংরেজিতে নাম ও মানে বলেও দিতে পারে। এছাড়াও কুড়িটি ছড়া মুখস্ত বলতে পারে সে। আনাশ এক বছর ছয় মাস বয়স থেকে মায়ের কাছে বসে অনুশীলন করতো বাড়িতেই।
শেখ মহম্মদ কলিমুদ্দিন পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। মা আয়েশা খাতুন গৃহবধূ। প্রত্যন্ত গ্রামের খুদে শিশু শেখ আনাশ শিশু ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস এ নাম তুলে নজির গড়ায় খুশির হাওয়া গোটা এলাকায়।









