ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: ৮৪ বছরের বৃদ্ধাকে খুন করে বাড়ির সামনেই পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের গৌরীপুর গ্রামে শুক্রবার সকাল বেলায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।


ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তদন্ত শুরু করে বাড়ির চারপাশ ঘিরে দিয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে সন্দেহে তিনজন কে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গেছে, মৃত বৃদ্ধার নাম লক্ষী হেমব্রম, বয়স ৮৪ বছর। তিনি বাড়িতে একাই থাকতেন। আজ সকালে বাড়ি থেকে আনুমানিক ১০০ মিটার দূরে তার মৃতদেহ একটি পানা পুকুরের থেকে উদ্ধার হয়। বাড়ি থেকে ছেঁচড়ে নিয়ে যাওয়ার দাগ দেখে স্থানীয়রা ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলেই মনে করছেন। এমনকি বৃদ্ধার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তবে কি কারনে খুন এখনো বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষ। তবে মেমারি থানার পুলিশ অতীত তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে।









