ফোকাস বেঙ্গল ডেস্ক, খন্ডঘোষ: অমানবিকতার চরম দৃষ্টান্ত দেখল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাই রায়পাড়া এলাকা। ছেলের হাতে খুন হলেন এক বৃদ্ধ পিতা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছ’টা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের বাবার উপর নৃশংসভাবে হামলা চালায় প্রদীপ রায় (২৪ বছর) নামে এক যুবক।

পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, প্রদীপ গাড়ির খালাসীর কাজ করত। যখনই কাজ থেকে বাড়ি ফিরত মদ্যপ অবস্থায় বাবা-মাকে প্রায়শই মারধর করত। তবে গত রাতের ঘটনায় সেই অমানবিক নির্যাতন চরম পর্যায় পৌঁছায়। শেষপর্যন্ত মারধরে জখম বাবার মৃত্যু হলো হাসপাতালে। মৃত ব্যক্তির নাম বিপত্তরণ রায় (বয়স প্রায় ৫৫ বছর)।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ পেরেক যুক্ত একটি বাঁশ দিয়ে বাবার শরীরে এলোপাথাড়ি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন বৃদ্ধ বিপত্তরণবাবু। প্রতিবেশীরা ছুটে এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই রাত একটা নাগাদ মৃত্যু হয় তাঁর।
অভিযুক্ত প্রদীপ রায়কে ইতিমধ্যে গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না মৃতের স্ত্রী। তিনি বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন। শোকস্তব্ধ এলাকাবাসী ও প্রতিবেশীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্বামী খুনে অভিযুক্ত ছেলের বিরুদ্ধেই কঠোর শাস্তির দাবি তুলেছেন অভিযুক্ত প্রদীপের মা।এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সকলের মুখে একটাই প্রশ্ন — ” মানুষ এতটা নৃশংস হতে পারে! জন্মদাতা পিতাকেই পিটিয়ে মেরে দেয় ছেলে!”









