---Advertisement---

পুকুর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জামালপুরে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল জামালপুর থানার আঝাপুর পশ্চিমপাড়ার তাঁত পুকুর এলাকায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। পুকুরটির মালিক বিপ্রদাস ভট্টাচার্য জানিয়েছেন, এদিন সকাল ১০টা নাগাদ তিনি নিজের পুকুর দেখতে গিয়েছিলেন। তখনই তাঁর নজরে আসে পুকুরে এক মহিলার মৃতদেহ ভাসছে।

বিজ্ঞাপন

এরপরই জামালপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম ভারতী রায়, বয়স আনুমানিক ৪৮ বছর। বাড়ি মেমারি থানার অন্তর্গত কেন্না বেলেডাঙ্গা এলাকায়। তবে কি কারণে পুকুর থেকে মৃতদেহ পাওয়া গেলো এবং মৃত্যুর সঠিক কারণ কি তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে মৃতদেহের ময়না তদন্তের জন্য দেহ বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনায় আলোড়ন ছড়িয়েছে এলাকায়।

See also  পঞ্চায়েতের আগে ফের উত্তপ্ত রায়না, গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ তার বাবা, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---