---Advertisement---

প্রায় ২২ কেজি গাঁজা সহ বর্ধমান রেলস্টেশনে দুই মহিলা সহ এক যুবক গ্রেপ্তার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: বিপুল পরিমাণ গাঁজা সহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করলো বর্ধমান আরপিএফ (Railway protection Force) এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (CIB)। গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে অভিযান চালিয়ে ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস (13148 DN) থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করে আরপিএফ এর একটি বিশেষ দল। আরপিএফ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে একজন যুবক ও বাকি দুজন যুবতী রয়েছে। তাদের সঙ্গে একটি শিশুও ছিল। পাচারকারীদের কাছ থেকে দুটি ব্যাগে মোট তিনটি প্যাকেটে ২১ কেজি ৯৩০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য ২ লক্ষ ১৩ হাজার ৩১০ টাকা। অভিযুক্তদের বর্ধমান রেলওয়ে স্টেশনের জিআরপি (Goverment railway police) এর হাতে তুলে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

জানা গেছে, গত ৪ অক্টোবর সিআইবি এর কাছে খবর আসে ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই আরপিএফ বর্ধমান পোস্টের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। আইসি সিআইবি রজত রঞ্জনের নেতৃত্বে আরপিএফের একটি টিম বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে টহল দিতে শুরু করে। রাত ২ টো ১৭ নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেস প্লাটফর্মে আসতেই এ-১ কোচ থেকে একটি শিশু সহ দুজন মহিলা এক যুবক কে নামতে দেখেন তারা। তাদের হাতে একটি আকাশি নীল রংয়ের ঝোলা ব্যাগ ও আরেকটি বেগুনি রঙের হাত ব্যাগ ছিল। তাদের আচরণ সন্দেহজনক লাগায় রেল পুলিশ তাদের আটক করে আরপিএফ পোস্টে নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিজেদের দোষ স্বীকার করে নেয় তিনজনেই। ৫ নভেম্বর দুপুরে তিনজনকেই এরপর গ্রেপ্তার করা হয়। দুটি ব্যাগ তল্লাশির পর দেখা যায়, একটি ব্যাগে দুটি প্যাকেটে যথাক্রমে ৬ কিলো ৪৩০ গ্রাম এবং ৬ কিলো ২৭৬ গ্রাম ও আরেকটি ব্যাগে একটি প্যাকেট রয়েছে ৯ কিলো ২২৪গ্রাম গাঁজা। জিজ্ঞাসাবাদে নিজেদের নাম, ঠিকানা সবকিছু জানিয়ে দেয় অভিযুক্তরা। এরপরই তাদের গ্রেপ্তার করে আরপিএফ।

See also  মাধবডিহিতে মৃত ব্যক্তিকে দাহ করতে শ্মশাণে নিয়ে যেতেই তৈরি হল রহস্য, পূর্বপরিকল্পিত খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে পরিবারের

ধৃতরা হলো – চন্দন সরকার (২৪), কোচবিহার জেলার সীতাই থানার সিঙ্গিমারি এলাকায় বাড়ি। সোমি দে রায় (১৮) এবং নেহা দে(২২) এদের দুজনেরই বাড়ি নিউ জলপাইগুড়ির ভক্তিনগর থানার সূর্যসেন কলোনিতে। ধৃতদের বিরুদ্ধে NDPS act 1985 section 50 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গেছে, পাচারকারীরা এই বিপুল পরিমাণ গাঁজা বর্ধমান স্টেশনে নামিয়ে হাত বদল করার চেষ্টায় ছিল। 

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---