---Advertisement---

মেমারিতে একই পরিবারের দুই শিশুর জলে ডুবে মর্মান্তিক মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: বাড়ির পাশে পুকুরপাড়ে ঘুড়ি নিয়ে খেলা করতে গিয়ে পুকুরে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো একই পরিবারের দুই শিশুর। মঙ্গলবার সন্ধ্যায় হৃদয়বিদারক এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের পূর্ব কাশিয়ারা গ্রামে।

বিজ্ঞাপন

মৃত শিশু দুটির নাম সৌভিক হাজারা, বয়স আনুমানিক ২ বছর ৬ মাস, বাবার নাম সূর্য হাজারা এবং সুজিত হাজরা বয়স আনুমানিক ৩ বছর ২ মাস, বাবার নাম সুমন হাজরা।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই বিকালে ঘরের আশেপাশে ঘুড়ি নিয়ে খেলা করছিল। সন্ধ্যা হওয়ার মুখে বাড়ির লোক ওই শিশু দুটিকে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে।

পরে স্থানীয়রা তাঁদের পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। তড়িঘড়ি দুই শিশু কে জল থেকে তুলে প্রথমে স্থানীয় ডাক্তার ও পরে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষনা করেন। মেমারি থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌছায়। গোটা ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন শিশু দুটির পরিবারের সদস্যরা। একইভাবে গ্রামবাসীরাও এই করুন ঘটনায় শোকবিহ্বল হয়ে পড়েছেন।

See also  বর্ধমানে জলযোগে যোগাযোগ কর্মসূচীকে ঘিরে বিতর্ক, লড়াই তুঙ্গে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---