---Advertisement---

বিক্ষোভ সভামঞ্চে বসে প্রকাশ্যে সিগারেট খাচ্ছেন তৃণমূল নেতা, পেশায় চিকিৎসক – নিন্দার ঝড়

Souris Dey

Published

কুণাল চট্টোপাধ্যায়, জামালপুর: ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক’ – চিকিৎসকেরা সবসময়ই এই কথা সাধারণ মানুষকে জানান। কিন্তু খোদ চিকিৎসকই যদি প্রকাশ্যে ধূমপান করেন, তাহলে সমাজের কাছে ঠিক কি বার্তা যেতে পারে। তার ওপর আবার সেই চিকিৎসক যদি শাসক দলের নেতা হন, তাহলে তো কথাই নেই! এমনি এক চিকিৎসক নেতার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়ে গেছে আলোড়ন। কি দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিও তে?

বিজ্ঞাপন

প্রকাশ্য বিক্ষোভ সভা মঞ্চে বসেই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সিগারেটে মুহুর্মুহু সুখ টান দিচ্ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলের নেতা থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, ‘দলের শৃঙ্খলা রক্ষার। মানুষের পাশে থেকে কাজ করার।’ পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের উদ্দেশ্যে বলছেন, ‘দলের মধ্যে অনেকেই নিজেকে কেউকেটা বলে মনে করছেন, এসব বরদাস্ত আর করা যাবে না।’

সেই রকমই এক কেউকেটা তৃণমূল নেতার হদিস মিলল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায়। জাতীয় সড়ক সম্প্রসারণ এর কাজে নিয়োজিত ঠিকাদার সংস্থার পক্ষ থেকে আচমকাই কর্মী ছাটাই এর প্রতিবাদে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানেই ছোট্ট মঞ্চ করে বক্তৃতা রাখছেন সংগঠনের নেতৃবৃন্দ। মঞ্চে বসে আছেন ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী। আর তারই পাশে বসে রয়েছেন প্রতাপ কুমার রক্ষিত। পকেট থেকে একের পর এক সিগারেট বের করে মঞ্চে বসেই ধোঁয়া উড়িয়ে টেনে চলেছেন বিন্দাস। তখন মঞ্চের সামনে নেতৃত্বের বক্তব্য শুনতে হাজির প্রচুর সংখ্যায় চাকরি হারানো শ্রমিকরা।

কিন্তু কে এই প্রতাপ কুমার রক্ষিত? জানা গেছে, তৃণমূলের জামালপুর ব্লকের আঝাপুর অঞ্চল সভাপতি এই প্রতাপ কুমার রক্ষিত। যিনি আবার পেশায় একজন চিকিৎসক। আর এহেন একজন শাসক দলের নেতা ও পেশায় চিকিৎসকের প্রকাশ্যে বসে সিগারেট খাওয়ার ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রকাশ্য মঞ্চে বসে তৃণমূল নেতার এইভাবে সিগারেট খাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে খোদ দলের অন্দরে। তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘ উনি কাজ টা ঠিক করেননি। আমি দলের উচ্চ নেতৃত্ব কে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছি।’ বিরোধী দল বিজেপি অবশ্য এই ঘটনা তৃণমূলের কাছে নতুন কিছু নয় বলেই মনে করছে। এটাই নাকি তৃণমূলের কালচার – বলেও কটাক্ষ করেছেন বিজেপির জামালপুর ১এর মন্ডল সভাপতি প্রধান চন্দ্র বল।

See also  বিশ্বকাপের ফাইনাল খেলা দেখা কে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সংঘর্ষ, আহত দুপক্ষের একাধিক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---