ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: শত্রু দেশ পাকিস্তান কে তথ্য পাচারের অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতদের একজনের বাড়ি কলকাতা এবং অন্যজন পশ্চিম বর্ধমানের পানাগড় বলে সূত্র মারফত জানা গেছে। ধৃত ব্যক্তিদের নাম মুকেশ রজক ও রাকেশ গুপ্ত। রবিবার ধৃতদের কলকাতায় বিশেষ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে এসটিএফ। গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। একটি স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে এই দুই ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন তথ্য পাকিস্তানের গোয়েন্দা বিভাগের অফিসারদের সরবরাহ করেছিল বলে অভিযোগ। ভারতে বসেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সেইসব তথ্য পাচার করা হচ্ছিল।
ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে বন্ধুত্ব পাতিয়ে ওটিপি (otp) শেয়ার করতো ধৃতরা। ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এসটিএফ। প্রায় ৬ মাস ধরে মেমারি শহরে বসে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে পাকিস্তান কে তথ্য সরবরাহ করার অভিযোগ ছিলো এই দুই ধৃত ব্যক্তির বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।









