---Advertisement---

বর্ধমানে স্থায়ী ভিভিপ্যাট মেশিন প্রদর্শনীর উদ্বোধন জেলাশাসকের

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানে: নির্বাচন কমিশনের নির্দেশানুসারে সোমবার বর্ধমান কালেক্টরেট ভবনে ভোটের জন্য স্থায়ী ভিভিপ্যাট মেশিনের উদ্বোধন করলেন জেলাশাসক মহম্মদ এনাউর রহমান। জেলাশাসক জানিয়েছেন, এবারের নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার সমস্ত বুথেই ইভিএম সহ ভিভিপ্যাট মেশিন থাকবে। যেহেতু প্রতিদিন প্রচুর সাধারণ মানুষ এই কালেক্টরেট চত্বরে তাঁদের বিবিধ প্রয়োজনে আসেন। তাই তাঁদের সুবিধার্থেই এই স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। 

কিভাবে ইভিএমে ভোট দিতে হবে, ভিভি প‌্যাটের কার্যকারিতা কি – সবই অফিস সময়ে হাতে কলমে দেখানোর জন্য কর্মীরা থাকছেন। তাঁরাই সবকিছু দেখিয়ে দেবেন। এদিন জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত (ইভিএম) মৌলি সান্যাল, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অর্নিবাণ কোলে প্রমুখরাও।
See also  বর্ধমান শহর জুড়ে অভিযানে ৮৭কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার, গ্রেপ্তার তিন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---